সাতক্ষীরায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাতক্ষীরার শ্যামনগরে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গোলাম হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২০ ডিসেম্বর) উপজেলার জাবাখালি গ্রামে এ ঘটনা ঘটে। গোলাম হোসেন একই গ্রামের মৃত হামিজ উদ্দিন মোড়লের ছেলে।
নিহতের স্বজনেরা অভিযোগ করেন, বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে গোলাম হোসেনের সঙ্গে সাইফুল, সেলিম, রেজাউল, ফারুক ও তার সহযোগীদের বিরোধ চলছিল। এ নিয়ে গোলাম হোসেন সাতক্ষীরা আদালতে মামলা করেন। প্রতিপক্ষের লোকজন মামলার নোটিশ হাতে পাওয়ার পর ক্ষুব্ধ হন। শনিবার সকালে কথা-কাকাটির একপর্যায়ে তারা গোলাম হোসেনের বুকে ও পিঠে ছুরিকাঘাত করেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ পিয়ারউদ্দীন বলেন, ‘‘ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শাহীন/রাজীব