ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদির জন্য দোয়া চাওয়ায় ইমামের ওপর চড়াও, মুসল্লিকে মারধর

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ২০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৪৪, ২০ ডিসেম্বর ২০২৫
হাদির জন্য দোয়া চাওয়ায় ইমামের ওপর চড়াও, মুসল্লিকে মারধর

নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের একটি মসজিদে ওসমান হাদির জন্য দোয়া চাওয়ায় স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ইমামের ওপর চড়াও হন। এর প্রতিবাদ করায় নুরুন্নবী নামে এক মুসল্লিকে তারা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ইউনিয়নের বায়তুল মাল জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত নুরুন্নবী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমান হাদির মৃত্যুর ঘটনায় সারা বাংলাদেশের মতো বায়তুল মাল জামে মসজিদেও দোয়ার আয়োজন করা হয়। জুমার নামাজের পর মোনাজাতে ওসমান হাদির জন্য বিশেষ দোয়া করেন ইমাম। সুন্নতের নামাজের পর স্থানীয় আওয়ামী লীগ নেতা ফখরুল ও আনোয়ারের নেতৃত্বে ইমামের ওপর চড়াও হন কয়েকজন কর্মী। এর প্রতিবাদ করায় নুরুন্নবী নামে এক মুসল্লিকে মারধরও করেন তারা। পরে অন্যান্য মুসল্লিরা এগিয়ে আসলে তারা ঘটনাস্থল থেকে চলে যান।

সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/সুজন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়