ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মব সন্ত্রাসীদের বিচারের দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ২১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:০৪, ২১ ডিসেম্বর ২০২৫
মব সন্ত্রাসীদের বিচারের দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

দেশজুডে মব সন্ত্রাস সংগঠনকারীদের সুষ্ঠ বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। রবিবার (২১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে মিছিল বের করে সংগঠনটি।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, কলা ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে পুনরায় টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে শেষ হয়।

আরো পড়ুন:

এ মিছিলে ‘আয়েশাকে পুড়িয়ে মারে, ইন্টেরিম কি করে’, ‘উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’, ‘দীপু দাসকে পুড়িয়ে মারে, প্রশাসন কি করে’, ‘নিরাপদ বাংলাদেশ, ছাত্রদলের অঙ্গীকারসহ নানা স্লোগান দেন তারা।
কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আজকের মধ্যেই যেন আমরা জানতে পারি যে এই হত্যাকারী কোথায় এবং এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা দেখেছি, বিগত দেড় বছরের অধিক সময় যে মবোক্রেসি চলমান রয়েছে তা ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় একটি বিশেষ গোষ্ঠী; যারা সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডা বট বাহিনী এবং ইসলাম ধর্মের একটি অংশকে পুঁজি করে। যারা মবকে পুঁজি করে রাজনীতি করে তাদের প্ররোচনায় ও ইন্ধনে ময়মনসিংহের ভালুকায় একজন পোশাক শ্রমিককে হত্যার পর প্রকাশ্যে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হল। কতটা হিংস্র, কতটা নিশংসতা তা ভাষায় প্রকাশ করার মত নয়। অথচ তিনি সত্যিকার অর্থে কোনো অপরাধই করেননি এবং ধর্ম অবমাননা করেননি।”

তিনি আরো বলেন, “এই বাংলাদেশ নিশ্চয়ই আমরা ৫ আগস্টে পরবর্তী বাস্তবতায় কখনো কল্পনাও করিনি। আমরা এই বাংলাদেশ চাইনি। ৫ আগস্টে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা জীবন দিল, তারা নিশ্চয় ভাবেনি যে এখানে ওসমান হাদিকে জীবন দিতে হবে, এখানে দিপু দাসকে পুড়িয়ে মেরে ফেলা হবে, এখানে আয়েশা আক্তারকে এতটা নৃশংসভাবে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হবে।”

এর আগে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরের ভবানীগণ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে আগুন লাগিয়ে ৭ বছরের শিশু কন্যা আয়শাকে হত্যা করার ঘটনাসহ দেশব্যাপী মব সন্ত্রাসের সুষ্ঠ বিচারের দাবিতে শনিবার (২০ ডিসেম্বর) এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের ঘোষণা দেয় সংগঠনটি।

ঢাকা/সৌরভ/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়