ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনায় ইতালিতে বাংলাদেশির মৃত্যু বেড়ে ৬

ইসমাইল হোসেন স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় ইতালিতে বাংলাদেশির মৃত্যু বেড়ে ৬

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।  বুধবার রাতে রোমের একটি হাসপাতালে আনোয়ার হোসেন হিরু (৭২) নামের বাংলাদেশির মৃত্যু হয়। এ নিয়ে দেশটিতে করোনায় ৬ জন বাংলাদেশির মৃত্যু হলো।

ইতালিতে বরিশাল বিভাগীয় সমিতির লুতফুর রহমান তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।  তিনি জানান, রোমের তরবেল্লামোনাকা এলাকায় দীর্ঘদিন ধরে তিনি বসবাস করে আসছিলেন।  করোনায় আক্রান্ত হয়ে প্রায় ১৫ দিন ধরে তিনি স্থানীয় তরবেরগাতা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার রাতে হাসাপতালে তিনি মারা যান।

স্থানীয় বাংলাদেশিরা জানান, আনোয়ার হোসেন হিরু একজন সদালাপী ভালো মনের মানুষ ছিলেন। ইতালির রোমে সামাজিক অঙ্গনে তার ছিল অবাধ বিচরণ। বাংলাদেশে তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলয়।

ইতালিতে এর আগে আরও ৫ জন প্রবাসী বাংলাদেশি করোনায় মারা গেছেন।


ইতালি/স্বপন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়