ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইতালিতে লকডাউনেও কাজ করেছেন ৮৪ লাখ মানুষ

ইসমাইল হোসেন স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ইতালিতে লকডাউনেও কাজ করেছেন ৮৪ লাখ মানুষ

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই কমেছে ইউরোপের দেশ ইতালিতে। দীর্ঘ তিন মাস পর স্বাভাবিক হচ্ছে ইতালির জনজীবন।

ইতালির জাতীয় পরিসংখ্যান সংস্থা আইএসটিএটি শুক্রবার (৫ জুন) জানিয়েছে, ইতালিতে লকডাউন চলাকালে প্রায় ৮৪ লাখ মানুষ কাজ চালিয়ে গেছেন। প্রায় ৩৭ লাখ মানুষ বাসা থেকে কাজ করেছেন।

ইতালিতে প্রথম করোনা রোগীর শনাক্ত হয় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। এর পর থেকেই পাল্লা দিয়ে বাড়তে থাকে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জরুরি অবস্থা জারি করে সরকার। জরুরি সেবা প্রতিষ্ঠান চালু রেখে বন্ধ করে দেওয়া হয় সবকিছু। দীর্ঘ তিন মাস পর খুলেছে অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান। ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। খুলে দেওয়া হয়েছে সীমান্ত।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির হালনাগাদ পরিসংখ্যানের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৫৩১ জন। মারা গেছেন ৩৩ হাজার ৭৭৪ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৮১ জন।


ইতালি/স্বপন/রফিক

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ