ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ড্রাইভ থ্রু করোনা টেস্ট চালু করল ভ্যানকুভার কোস্টাল হেল্‌থ

ফজলে আজিম, কানাডা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:২৯, ১৬ সেপ্টেম্বর ২০২০
ড্রাইভ থ্রু করোনা টেস্ট চালু করল ভ্যানকুভার কোস্টাল হেল্‌থ

করোনাভাইরাসের বিস্তার রোধে ড্রাইভ থ্রু টেস্ট চালু করেছে ভ্যানকুভার কোস্টাল হেল্‌থ। সম্প্রতি ব্রিটিশ কলম্বিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মব্যস্ততার কারণে যারা ক্লিনিকে যাওয়ার সুযোগ পান না তাদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতিতে অনেকেই ক্লিনিকে যেতে ভয় পান। এছাড়া অপেক্ষা করতে হয় লম্বা সময়। কিন্তু ড্রাইভ থ্রু সেবায় এখন থেকে যে কেউ মাত্র কয়েক মিনিটের মধ্যে অপেক্ষা ছাড়াই টেস্ট করাতে পারবেন। এতে গাড়ি থেকে না নেমেই করোনাভাইরাসের টেস্টের জন্য স্যাম্পল দেওয়া যাবে।

কানাডায় করোনাভাইরাসের টেস্ট করা হয় বিনামূল্যে। মৃদু উপসর্গ থাকলেও টেস্ট করার ক্ষেত্রে সবাইকে সমান গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া যাদের করোনার একাধিক উপসর্গ রয়েছে তাদেরকে টেস্ট করার পর থেকে রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়। রিপোর্ট পজিটিভ হলে ক্লিনিক থেকে ফোন করে জানিয়ে দেওয়া হয়। ফোনের পাশাপাশি ই-মেইলের মাধ্যমেও টেস্টের রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়।

আজিম/মারুফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়