ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ

মোবারক হোসেন, জেদ্দা (সৌদি আরব) থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২০ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৪:৪৪, ২০ জানুয়ারি ২০২৩
কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ

সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ‘মাহেরজান’ সাংস্কৃতিক উৎসবে অংশ নিয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৩২টির বেশি দেশের শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী ১১০ জন।

‘একই ছাদের তলায় বিশ্ব’-স্লোগানে নিয়ে শুরু হওয়া এই উৎসবের তৃতীয় আসর মঙ্গলবার উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান।

আরো পড়ুন:

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কাউন্সিলর কাজী এমদাদুল ইসলাম। ৩ দিনব্যাপী উৎসবে অংশগ্রহণ করা বাংলাদেশসহ ৩২টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের সংস্কৃতি, সামাজিক ঐতিহ্য, লোকশিল্প, দেশীয় পোশাক ও খাবার  প্রদর্শনের আয়োজন করেন। প্রদর্শনীর সমাপনী দিনে স্টল ও অন্যান্য আয়োজনের ওপর ভিত্তি করে পুরস্কার দেওয়া হবে। 

কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দেশীয় ইতিহাস, ঐতিহ্য ও পোশাক দিয়ে বর্ণিল সাজে সাজিয়েছেন বাংলাদেশ স্টল। শ্রম কাউন্সিলর কাজী এমদাদুল ইসলাম বাংলাদেশ স্টল পরিদর্শন ও বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।  

শিক্ষার্থীদের উদ্দেশে শ্রম কাউন্সিলর বলেন, এ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি বাড়বে। পাশাপাশি সৌদি আরবসহ অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।

/হাসান/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়