ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারও নিজেদের বানানো রকেট উৎক্ষেপণ করলো দক্ষিণ কোরিয়া

রাশিদুল ইসলাম জুয়েল, দক্ষিণ কোরিয়া থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ২৭ মে ২০২৩  
আবারও নিজেদের বানানো রকেট উৎক্ষেপণ করলো দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়া তৃতীয়বারের মতো মহাকাশে নিজেদের বানানো রকেট উৎক্ষেপণ করেছে।

বৃহস্পতিবার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে দেশীয় 'নুরি রকেট' উৎক্ষেপণ করে। দক্ষিণ জিওলা প্রদেশের গোহেউং-এর নারো স্পেস সেন্টার থেকে এটা উৎক্ষেপণ করা হয়।

উৎক্ষেপণের ১৫ মিনিট ২৩ সেকেন্ড পর ৫৫০ কিলোমিটার পাড়ি দিয়ে নির্ধারিত অরবিটে পৌঁছে যায়।

বিজ্ঞান ও আইসিটি মন্ত্রী ই-জংহু এটার সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানান এবং দেশবাসীর জন্য একটি বড় অর্জন বলে আখ্যায়িত করেন। এছাড়া, প্রধানমন্ত্রী ইউন সিওক ইয়ল এই সাফল্য অর্জনের সকলকে অভিনন্দন জানিয়েছেন।

মূলত অনেকদিন যাবত দক্ষিণ কোরিয়া মহাকাশ গবেষণা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে, চতুর্থ থেকে ষষ্ঠ রকেট উৎক্ষেপণ এবং ২০৩২ সালের মধ্যে চাঁদে রকেট পাঠানোর পরিকল্পনা করেছে দেশটি।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়