ঢাকা     মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩০

মালদ্বীপে নিখোঁজ রুবেলের সন্ধান চায় পরিবার

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২০ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:৫৯, ২০ সেপ্টেম্বর ২০২৩
মালদ্বীপে নিখোঁজ রুবেলের সন্ধান চায় পরিবার

মালদ্বীপ প্রবাসী রুবেল হোসেনের গত দুই বছর ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, ইমুসহ অন্যান্য অ্যাপও ইনেক্টিভ রয়েছে তার।

তিনি কুমিল্লা জেলা চৌদ্দগ্রামের শ্রীপুর ভাংগাপুস্কুনী গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে।

রুবেল ৯ বছর আগে পরিবারের সুখের জন্য মালদ্বীপ আসেন। কিন্তু প্রায় ২৪ মাস ধরে কোনো যোগাযোগ নেই। তার সঠিক তথ্য পেতে তার বাবা সবার সহযোগিতা চেয়েছেন।

রুবেলের বাবা মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, আমার ছেলে মালদ্বীপের হাড্ডু শহরে থাকতো। গত দুই বছর ধরে কোনো যোগাযোগ নাই। এখন কোথায় আছে কেমন আছে জানি না।

দেশে বা বিদেশে কোথায় তার খোঁজ পেলে ০১৭৬২২০৯১৭৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন তার বাবা।

রুবেল হোসেনের বাবা আরও বলেন, আমার সন্তানের সঠিক তথ্য জানার জন্য সাংবাদিকদের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার অফিসের সহযোগিতা চাই।

/হাসান/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়