ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

চীনে ঈদুল আজহা উদযাপিত

এসএম আল-আমিন, চীন থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ১৬ জুন ২০২৪  
চীনে ঈদুল আজহা উদযাপিত

চীনে রোববার (১৬ জুন) ঈদুল আজহা উদযাপিত হয়েছে। দেশটির গুয়াংতং প্রভিন্সের হুইচৌ শহরের ইয়াকংতিং ফরেস্ট পার্কে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় হয় ঈদের জামাত। হুইচৌ শহরের মুসল্লিরা এ জামাতে অংশ নেন। 

নামাজ শেষে মোনাজাতে সবার সমৃদ্ধি কামনা করা হয়। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ জামাতে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। নামাজ শেষে চীনা নাগরিকদের পাশাপাশি বাংলাদেশি মুসলিমরাও পশু কোরবানি করেন। 

পরিবার ছেড়ে প্রবাসে ঈদ উদযাপনের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশি শিক্ষার্থী সামিন আহম্মেদ বলেন, ঈদের সময়গুলোতে আমরা সবচেয়ে বেশি মিস করি পরিবারকে। তাদের সান্নিধ্য ছাড়া ঈদগুলো কষ্টদায়ক। তবু, এই শহরের বাঙালি কমিউনিটির সবাই একত্রে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করি।

শেনজেনের হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজির বাংলাদেশি অধ্যাপক ড. মাহবুব আলম বলেন, দেশে পরিবারের সাথে ঈদ এবং প্রবাসে ঈদ পালনের মাঝে একটু পার্থক্য থাকবেই। তবে, আমরা বাংলাদেশি কমিউনিটির ভাই ও বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ একসাথে উপভোগ করার চেষ্টা করি। সবমিলিয়ে ঈদ সব সময়ই আনন্দমুখর।

/রফিক/


সর্বশেষ

পাঠকপ্রিয়