ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াল আরব আমিরাত

মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ১ নভেম্বর ২০২৪  
অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াল আরব আমিরাত

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ভিসা ছাড়া বসবাসরত প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন আরও দুই মাস। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইউএই’র ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস ও পোর্ট সিকিউরিটির (আইসিপি) বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে দেশটির শীর্ষ গণমাধ্যমগুলো।

এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। সাধারণ ক্ষমার পূর্বনির্ধারিত তারিখ ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার আরও দুই মাস বাড়ানোর ঘোষণা দেয় দেশটির কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

সাধারণ ক্ষমার ফলে অবৈধ প্রবাসীরা বৈধতার সুযোগ পাচ্ছেন। যারা আগে আরব আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ তারা ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অথবা বিনা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আরব আমিরাত ত্যাগ করতে পারছেন।

নতুন মেয়াদে এই সাধারণ ক্ষমা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

/হাসান/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়