ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালদ্বীপে আড্ডু সিটিতে বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ ক্যাম্প

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ১০ ফেব্রুয়ারি ২০২৫  
মালদ্বীপে আড্ডু সিটিতে বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ ক্যাম্প

মালদ্বীপে আড্ডু সিটিতে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল

সম্প্রতি মালদ্বীপের আড্ডু সিটি ভ্রমণ করে মালদ্বীপ বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। 

সফরকালে উক্ত দ্বীপে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের জন্য স্থানীয় ভিস্তাবিচ হোটেলে ২ দিন ব্যাপি ভ্রাম্যমাণ কনস্যুলার ও কল্যাণ ক্যাম্প আয়োজন করা হয়। সফরসঙ্গী হিসেবে ছিলেন মিশনের তৃতীয় সচিব জিল্লুর রহমান, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী এবাদউল্লাহ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ উক্ত ক্যাম্প উদ্বোধন করেন। 

সেবা ক্যাম্পে মোবাইল ডিভাইসের মাধ্যমে ৫৫ টি ই পাসপোর্ট, ১২টি এমআরপি আবেদন এনরোলমেন্ট করা হয়। এছাড়াও ৩৪ জন প্রবাসী বাংলাদেশীকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড তাৎক্ষণিকভাবে প্রদান করা হয় ।

সিটি কাউন্সিল সেক্রেটারিয়েটে আড্ডু সিটির মেয়র ও কাউন্সেলরবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত

পরবর্তীতে আড্ডু সিটি মেয়র আলী নিজার এই ক্যাম্প ভিজিট করেন এবং আগত প্রবাসীদের হাতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড তুলে দেন। তিনি এই ধরনের ভ্রাম্যমান ক্যাম্প আরও আয়োজনের জন্য অনুরোধ জানান।  

ভারপ্রাপ্ত হাইকমিশনার ক্যাম্পে আসা প্রবাসী বাংলাদেশি সবাইকে বৈধ পথে রেমিটেন্স প্রেরণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর সদস্যপদ গ্রহণ, ই-পাসপোর্ট গ্রহণসহ স্থানীয় আইন কানুন মেনে চলার জন্য অনুরোধ করেন।

এছাড়াও তিনি প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে স্থানীয় আইন কানুন মেনে কাজ করার জন্য আহ্বান জানান। ক্যাম্পে আসা কর্মীদের মাঝে তথ্য সম্বলিত লিফলেট সহ প্রবাসী বাংলাদেশী কর্মীদের খেলাধুলার জন্য ফুটবল বিতরণ করা হয়।

সিটি কাউন্সিল সেক্রেটারিয়েটে আড্ডু সিটির মেয়র ও কাউন্সেলরবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা হয়। এসময় আনডকুমেন্টেড কর্মীদের দ্রুত বৈধকরণে নিয়োগকর্তাদের উদ্বুদ্ধকরণের জন্য কাউন্সিলকে অনুরোধ জানানো হয়। স্থানীয় কাউন্সিলরবৃন্দ প্রবাসী বাংলাদেশিদের কাজের প্রশংসা করেন ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ঢাকা/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়