ঢাকা     বৃহস্পতিবার   ২০ মার্চ ২০২৫ ||  চৈত্র ৭ ১৪৩১

রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ প্রেসক্লাবে ইউএই’র সৌজন্য সাক্ষাৎ 

মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ১০ মার্চ ২০২৫  
রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ প্রেসক্লাবে ইউএই’র সৌজন্য সাক্ষাৎ 

আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদের সঙ্গে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতে মিলিত হন। 

সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় সভাপতি মামুনুর রশীদের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি এস এম মোদাসসের শাহ, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আসিফ, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইরফানুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম শাফায়াত, সদস্য মোশাররফ হোসেন ও আশিকুর ইসলাম প্রমুখ। 

সাক্ষাতে বন্ধ ভিসা, আউট সোর্সিং সেবা, দূতাবাসের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক ও সমসাময়িক বিষয় নিয়ে নানাবিধ আলোচনা হয়েছে।

ঢাকা/হাসান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়