কুয়েত প্রবাসীরা জন্মনিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবেন
আ হ জুবেদ, কুয়েত থেকে || রাইজিংবিডি.কম

জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্টের তথ্য সংশোধন এর সুযোগ পাবেন প্রবাসীরা।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে, দূতাবাসের পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সেলর মোহাম্মদ ইকবাল আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মঙ্গলবার (২০ মে) ওই বিজ্ঞপ্তিতে কুয়েত প্রবাসী সকল বাংলাদেশী নাগরিকদের জানানো হয় যে, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আগামী ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর পাশাপাশি অনলাইন জন্মনিবন্ধন সনদ (বিআরসি) ব্যবহার করেও পাসপোর্টের তথ্য সংশোধন করা যাবে।
ফলে যেসব প্রবাসী বাংলাদেশী এখনো জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি, তারা অনলাইন জন্মনিবন্ধন সনদ (বিআরসি) ব্যবহার করে পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে পারবেন।
এতে আরো বলা হয় যে, ৩০ জুন ২০২৫ তারিখের পরে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর ভিত্তিতে পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ থাকবে।
ঢাকা/হাসান/ফিরোজ