ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক মামুন রেজার মৃত্যুতে বিপিসির শোক

মুহাম্মাদ শাহজাহান, ইউএই || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ২১ জুন ২০২৫  
সাংবাদিক মামুন রেজার মৃত্যুতে বিপিসির শোক

মামুন রেজা

খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং  চ্যানেল টোয়েন্টিফোরের খুলনার আঞ্চলিক প্রধান মামুন রেজার অকাল মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই (বিপিসি) গভীর শোক প্রকাশ করেছে।

এক শোক বার্তায় প্রেসক্লাব ইউএই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

আরো পড়ুন:

মামুন রেজা ২০ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।তার মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা জগতে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিকতায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র মামুনুর রশীদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন এক যৌথ বিবৃতিতে মামুন রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা বলেন, মামুন রেজার চলে যাওয়া শুধু খুলনা নয়, বাংলাদেশের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার আদর্শ ও পেশাদারিত্ব আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

মামুন রেজা খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। 

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়