ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পর্যটকদের আরেক আকর্ষণ

মজার দ্বীপ মনপুরা

মোকাম্মেল হক মিলন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মজার দ্বীপ মনপুরা

মনপুরায় সূর্যাস্তের অপরূপ দৃশ্য

মোকাম্মেল হক মিলন
ভোলা- দেশের মানচিত্রে বিচ্ছিন্ন জেলা। আবার ভোলা জেলায় বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হচ্ছে মনপুরা। একসময় যেখানে পর্তুগিজদের কলোনি ছিল। এখনো যার চিহ্ন বর্তমান। এখনো সেখানে পর্তুগিজদের পোষা উন্নত প্রজাতির কুকুর দেখতে পাওয়া যায়।  

নদী-সাগরবেষ্টিত ‘মনপুরা’ নামের এই দ্বীপ উপজেলা নানা কারণেই পর্যটকদের মন কেড়ে নেয়। চারদিকে উত্তাল তরঙ্গের মাঝে কপালের টিপের মতো এক টুকরো দ্বীপে কিছুটা সময় কাটানোর মজাই আলাদা। কিছুক্ষণের জন্য হলেও জীবনকে একটু অন্যভাবে উপলব্ধিতে নিয়ে আসা যায়।

সংগত কারণেই শীত মৌসুমে লোভনীয় মনপুরা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পিকনিক পার্টি আর দেশি-বিদেশি পর্যটকদের পদচারণে মুখর। উপজেলাটি সরকার ঘোষিত কোনো পর্যটন কেন্দ্র নয়। তবু দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে আসছে ভ্রমণপিপাসুরা।

এ মৌসুমেই রাজধানী ঢাকা থেকে ধনাঢ্য দুই ব্যবসায়ী পত্নী হেলিকপ্টারযোগে মনপুরার সৌন্দর্য অবলোকন করতে এসে এখানকার মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন।

মনপুরা প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বছরের প্রায় সকল মৌসুমে তো আসছেই, বিশেষ করে শীত মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভিড় করে পর্যটকরা। এখানে রয়েছে মনোমুগ্ধকর অনেক উপকরণ-অনুষঙ্গ। কিন্তু সরকারিভাবে পর্যটন কেন্দ্র ঘোষণা না করায় গড়ে ওঠেনি তেমন কোনো বিনোদন কেন্দ্র। অথচ এখানে যে উপকরণ রয়েছে তা দিয়ে পর্যটকদের নজর কাড়া সম্ভব।

মনপুরার অতীত ইতিহাস, ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্তুগিজদের নানা চিহ্ন পর্যটকদের এমনিতেই আকৃষ্ট করার জন্য যথেষ্ট। এ ছাড়া খুব কাছে থেকে জেলেদের জীবন, চরে মহিষের বাথান কিংবা পাশের হরিণ ঘুরে বেড়ানো নিঝুম দ্বীপ-ই বা কম কিসের।

বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রুপালি দ্বীপ মনপুরার চতুর্দিকে বেড়িবাঁধ এবং ম্যানগ্রোভের বিশাল ক্যানভাস। না এলে বোঝাই যাবে না সবুজের দ্বীপ মনপুরায় কী সৌন্দর্য লুকায়িত, পর্যটনের কী অপার সম্ভাবনা পুরোনো এই দ্বীপটিতে।

কুয়াকাটার পর শুধু মনপুরাতে দাঁড়িয়েই সূর্যোদয় ও সূর্যাস্ত প্রত্যক্ষ করা যায়। সবুজের বিপ্লবে আন্দোলিত, প্রাকৃতিক রূপের অপার লীলাভূমি, অতিথি পাখির কলকাকলিতে মুখর মায়াবি হরিণের জাদুর পরশ সমৃদ্ধ এই মনপুরা। দেখতে দেখতে ফ্যাকাসে হওয়া রাত্রি শেষে সূর্যের সঙ্গে প্রতিদিন জেগে ওঠে নতুন এক মনপুরা।

মনপুরা উপজেলা চেয়ারম্যান নজির আহমেদ মিয়া বললেন, এখানের সংসদ সদস্য বর্তমান পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মনপুরাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা এক মতবিনিময় সভায় মনপুরাকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান। খুব অল্প সময়ের মধ্যে মনপুরা একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলেও দাবি করেন তিনি।

 

রাইজিংবিডি / শাহ মতিন টিপু / আবু মো.




রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়