ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চার ‘গল্পকার’-এর কথা

অঞ্জন আচার্য || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৫, ৩ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চার ‘গল্পকার’-এর কথা

‘গল্পকার’-এর ৩টি সংখ্যার প্রচ্ছদ

অঞ্জন আচার্য : মুহাম্মদ মহিউদ্দিন সম্পাদিত ‘গল্পকার’ একটি অনন্য গল্প-বিষয়ক পত্রিকার নাম। কেবল গল্প ও গল্প-সংশ্লিষ্ট গল্পকে ঘিরে এমন একটি পত্রিকা বাংলাদেশে বিরল। এ পত্রিকাটিতে কেবল গল্প এবং গল্প নিয়ে গল্পই থাকে না; থাকে বাংলা সাহিত্য ও বিশ্বসাহিত্যের নানান বিষয়। এ কথা আজ অনস্বীকার্য, বাংলা সাহিত্যের এক গর্বের নাম ছোটগল্প। এ প্রসঙ্গে গল্পকার-এর সম্পাদকের বক্তব্যটি অত্যন্ত প্রাসঙ্গিক : ‘আমরা ভিনদেশি সাহিত্যের সঙ্গে পরিচিত হয়ে আসছি ইংরেজি ভাষার মাধ্যমে। তাই ইংরেজি সাহিত্যকেই আমরা বিশ্বসাহিত্যের মর্যাদা দিয়ে থাকি। সামগ্রিক বিবেচনায় আমাদের বাংলা ছোটগল্পের সমৃদ্ধি ও বিকাশ বিশ্বের অনেক ভাষার সাহিত্যের চেয়েও উন্নত। আমাদের বিখ্যাত লেখকদের প্রায় সকলেই পাঠকের সাথে পরিচিত হয়েছেন ছোটগল্পের মাধ্যমে। আর বাংলা ছোটগল্পের এই ধারাটির যাত্রা শুরু হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই।’
 
‘গল্পকার’-এর জানুয়ারি ২০১৫ সংখ্যাটি সাজানো হয়েছে বৈচিত্র্যময় বিষয় দিয়ে। শুরুতেই অন্তর্ভুক্ত হয়েছে প্রাবন্ধিক, কথাশিল্পী অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর গল্প ‘হাফিজুর রহমানের অগ্রযাত্রা’। আছে শক্তিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের একটি ছোট্ট সাক্ষাৎকার। জান্নাতুল ফেরদৌসের নেওয়া এ সাক্ষাৎকারে উঠে এসেছে লেখকের বর্ণাঢ্য সাহিত্যজীবন। ‘ইলিশ’ নামে গল্পটি লিখেছেন সন্তোষ কুমার শীল; ‘ফজল মাস্টারের দিনকাল’ লিখেছেন সতীশ চন্দ্র সরকার; ‘নীল জোনাকির তাসের ঘর’ লিখেছেন রফিক আনোয়ার; ‘পরিচয় ফেসবুকে’ লিখছেন মুহাম্মদ মহিউদ্দিন। মনি হায়দারের ‘গল্প লেখার গল্প’ শিরোনামের লেখাটিতে প্রকাশ পেয়েছে লেখকের গল্প লেখার অনন্য অভিজ্ঞতা। পোল্যান্ডের লেখক আইজ্যাক বাশেভিস সিঙ্গারের ‘ক্যাফেটেরিয়া’ গল্পটি অনুবাদ করেছেন দিলওয়ার হাসান। আছে কবীর চৌধুরীর অনুলিখন চেকোস্লোভাকিয়ার লোকগল্প ‘লম্বু, মোটু আর তীক্ষ্মচক্ষু’। আছে নোবেলজয়ী প্রথম তিন সাহিত্যিক আর.এফ.এ. সুলিপ্রুধোম, থিওডর মম্সেন, বিয়নরসেন নিয়ে একটি ফিচার। পরিশেষে পাঠকদের জন্য রাখা হয়েছে প্রথম প্রেমপত্র নিয়ে একটি আয়োজন, সাহিত্যের সাধারণ জ্ঞান, পুস্তক পরিচিতি ও প্রকাশক পরিচিতি।

ফেব্রুয়ারি সংখ্যাটির শুরুতেই আছে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের গল্প ‘স্ত্রৈণ’। বছর খানেক আগে বাংলাদেশ টেলিভিশনে ‘আমাদের জানালা’ নামে একটি অনুষ্ঠান প্রচারি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়