শহীদ কবি মেহেরুন্নেসার দুটি কবিতা
মেহেরুন্নেসা || রাইজিংবিডি.কম

কবির প্রতিকৃতি এঁকেছেন এস এম সাইফুল ইসলাম
জনতা জেগেছে
মুক্তি শপথে দীপ্ত আমরা দুরন্ত দুর্বার,
সাত কোটি বীর জনতা জেগেছি, এই জয় বাঙলার।
পাহাড় সাগর, নদী প্রান্তরজুড়ে-
আমরা জেগেছি, নবচেতনার ন্যায্য নবাঙ্কুরে।
বাঁচবার আর বাঁচাবার দাবি দীপ্ত শপথে জ্বলি,
আমরা দিয়েছি সব ভীরুতাকে পূর্ণ জলাঞ্জলি।
কায়েমী স্বার্থবাদীর চেতনা আমরা দিয়েছি নাড়া,
জয় বাঙলার সাত কোটি বীর, মুক্তি সড়কে খাড়া।
গণতন্ত্রের দীপ্ত শপথ কণ্ঠে কণ্ঠে সাধা-
আমরা ভেঙেছি, জয় বাঙলার যত বিজয়ের বাধা।
কায়েমী স্বার্থবাদী হে মহল! কান পেতে শুধু শোনো-
সাত কোটি জয় বাঙলার বীর! ভয় করিনাকো কোনো।
বেয়নেট আর বুলেটের ঝড় ঠেলে-
চির বিজয়ের পতাকাকে দেব, সপ্ত আকাশে মেলে।
আনো দেখি আনো সাত কোটি এই দাবির মৃত্যু তুমি,
চির বিজয়ের অটল শপথ, এ জয় বাঙলা ভূমি।
নয়া সফরের তাগিদ এসেছে
নয়ালী দিনের নয়ালী নকীব! নয়ালী নওজোয়ান
দিলের কাবায় আবার সুবে-সাদিকে দিল আজান
ঘুম ভেঙে গেছে জাগার কালেমা শুনে,
খোশ তাকদের জোশ আসেপুন কালিজার
ম্লান ঘুনে।
দুই মৃত্যুর মুখোমুখি সব দাঁড়ায়েছি ঘরে এসে,
রসুললেকরীম!হেরি পশ্চাতে কারুনের বেষ্টনী
হাসে ফেরাউন নির্ভীক সম্মুখে।
বিশ্বাস হায় হারিয়ে গিয়েছে অবিশ্বাসের মাঝে,
লোভী মানুষের হীন প্রবৃত্তি বুকে ব্যথা হয়ে বাজে,
তারি মাঝে আজ আসিছে খালিদ,
আসিছে তারিক মূসা,
তারি পশ্চাতে আসিছে আবার
নওল হাসিন ঊষা,
তাহলে সাদিক! নতুন সাহসে আবার
ছোটাও তাজি,
দিলের দুয়ারে নয়া সফরের তাগিদ
এসেছে আজি।
(বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নারীর ওপর যে নিষ্ঠুরতম ও নারকীয় হত্যাযজ্ঞ হয় তার শিকার হন কবি মেহেরুন্নেসা। তিনি দেশের প্রথম শহীদ মহিলা কবি।তার কবিতায় অন্যায়ের প্রতিবাদ, স্বাধীনতা চেতনা, ভাষাপ্রেম, ব্যক্তিমন, বেদনা ও ক্লিষ্টতার ছবি মূর্ত হয়েছে। ষাট দশক থেকেই তার কবিতা দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো। বিশেষ করে সাপ্তাহিক বেগম-এ তিনি কবিতা লিখতেন। এই সংগ্রামী কবি একাত্তরের প্রথম দিকে তার লেখা জনতা জেগেছে কবিতাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সাহিত্য সভায় পাঠ করেন। এতে ঢাকার অবাঙালিরা তার উপর ক্ষুব্ধ হয়।এরই পরিপ্রেক্ষিতে একাত্তরের ২৭ মার্চ স্বাধীনতাবিরোধীদের হাতে মেহেরুন্নেসা নিহত হন।তার মৃত্যুর চার দিন আগে ২৩ মার্চ বেগম-এ জনতা জেগেছে কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল কবি মেহেরুন্নেসার শেষ কবিতা। বেগম-এ প্রকাশিত তার দুটি কবিতা স্বাধীনতার এই মাসে পুনঃপ্রকাশিত হলো।)
রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৫/তাপস রায়
রাইজিংবিডি.কম
আরো পড়ুন