ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীরের কোথায় টিকটিকি পড়লে কী হয়

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫০, ৪ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শরীরের কোথায় টিকটিকি পড়লে কী হয়

ভাগ্যচক্র ডেস্ক : বাড়িতে তোলাপোকার মতোই অপছন্দের আরেক প্রাণী টিকটিকি। সাধারণত টিকটিকি দেখলেই শরীরের মধ্যে কেমন যেন একটা করে ওঠে। অনেকে আশপাশে টিকটিকি দেখলেই আঁতকে ওঠেন। আর গায়ে টিকটিকি পড়লে তো আর রক্ষা নেই। চেঁচিয়ে বাড়ি মাথায় করে দেন।

 

পাশাপাশি সরীসৃপ এই প্রাণীকে নিয়ে মানুষের নানা ধরনের বিশ্বাসও রয়েছে। যেমন কোনো কথা বলার সময় পাশে বসে থাকা টিকটিকি টিক টিক করে শব্দ করলে আমরা যে কথাটি চলছে তা সত্য বলে ধরে নিই। মনে করি তাই জন্যই হয়তো টিকটিকি সায় দিচ্ছে। অনেকে আবার অমঙ্গলসূচক শব্দ ভেবে ভয়ও পেয়ে থাকে।

 

তবে এটা কী জানেন, শরীরে টিকটিকি পড়াটা ভাগ্যের আভাসও দিয়ে থাকে। অনেকেই কিন্তু তা বিশ্বাস করে থাকেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জেনে নিন, শরীরের কোথায় টিকটিকি পড়লে কী হয়।

 

* মাথায় টিকটিকি পড়লে এটাকে খুব একটা ভালো লক্ষণ বলে গণ্য করা হয় না।

 

* ডান চোখের ওপর টিকটিকি পড়লে খুব তাড়াতাড়ি আপনি কোনো সুখবর পাবেন।

 

* বাম চোখের ওপর টিকটিকি পড়লে বলা হয়, আপনি খুব ধনী হতে চলেছেন।

 

* ডান হাতে টিকটিকি পড়লে সেটাকে ভালো লক্ষণ বলে ধরা হয় না।

 

* বাম হাতে টিকটিকি পড়লে তা খুব লাকি বলে ধরে নেওয়া হয়।

 

* নখে টিকটিকি লাগলে ধরে নেওয়া হয়, কিছু একটা হারাতে চলেছেন।

 

* ডান কপালে টিকটিকি পড়লে তা ভালো কিছুর সূচনা করে বলে মনে করা হয়।

 

* বাম কপালে টিকটিকি পড়লে আপনার করা কাজ সফল হবে বলে ধরে নেওয়া হয়।

 

* ডান কাঁধে টিকটিকি পড়লে যে কাজ করবেন তাতে আপনার জয় নিশ্চিত।

 

* বাম কাঁধে টিকটিকি পড়লে জীবনে সুখ শান্তি আসে বলে মনে করা হয়।

 

* ঘাড়ে টিকটিকি পড়লে আপনার শত্রুর সংখ্যা বাড়তে থাকবে।

 

* গা বেয়ে টিকটিকিট উঠলে আপনার আয়ু বেড়ে যাবে।

 

রাইজিংবিডি/ঢাকা/৪ আগস্ট ২০১৬/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়