ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

পয়লা বৈশাখে পুলিশের লাল গোলাপ শুভেচ্ছা

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৯, ১৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পয়লা বৈশাখে পুলিশের লাল গোলাপ শুভেচ্ছা

জ্যেষ্ঠ প্রতিবেদক : পয়লা বৈশাখে দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে পুলিশ। তারা শিশুদের লাল গোলাপ ও বড়দের হাতে বাতাসা দিয়ে উৎসবপ্রেমীদের শুভেচ্ছা জানাচ্ছেন।

রোববার সকাল থেকে রাজধানীর রমনা উদ্যানের অস্তাচল গেটের পাশে একটি স্টলে গোলাপ ফুল সাজিয়ে রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শিশুদের হাতে গোলাপ ফুল ও বড়দের হাতে বাতাসার প্যাকেট তুলে দিচ্ছেন পুলিশ সদস্যরা। অনেক মানুষকে ব্যাপক উৎসাহ নিয়ে এ স্টলের সামনে এসে ভিড় করতে দেখা গেছে। দর্শনার্থীদের বিনামূল্যে খাবার পানিও বিতরণ করছে পুলিশ।

ডিএমপির রমনা জোনের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার রাইজিংবিডিকে বলেন, ‘প্রতিবারই আমারা এ ধরনের উদ্যোগ নিয়ে থাকি। ক্লান্ত মানুষকে তৃপ্তি দিতে তাদের খাবার পানি দেওয়া হচ্ছে। যা বিকেল পর্যন্ত অব্যাহত থাকবে।’

রাজধানীর ইন্দিরা রোডের বাসিন্দা হৃদয় সপরিবারে এসেছেন রমনার বটমূলে। তিনি বলেন, ‘প্রতি বছর উৎসবে পুলিশের এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তাদের দূরত্ব কমছে। আমার খুব ভালো লেগেছে পুলিশের এ ধরনের আচরণ।’

গোপীবাগের রাহেলা আক্তার বলেন, ‘পুলিশের একটি গোলাপ ফুল অনেক মূল্যবান। কেননা, তাদের সঙ্গে সাধারণ জনগণ কথা বলতে গেলে ভয় করে। সেখানে তারা ফুল দিচ্ছে। এ এক অন্যরকম আনন্দ।’

এ সময় অনেকেই লাইনে দাঁড়িয়ে হাসিমুখে গোলাপ ফুল, বাতাসা ও পানি নিচ্ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৯/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়