ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

বাইরে উৎসব ভেতরে ফাঁকা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ৮ মে ২০২৪   আপডেট: ১২:৫৪, ৮ মে ২০২৪
বাইরে উৎসব ভেতরে ফাঁকা

ছবি: রাইজিংবিডি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলায় ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দুপুর ১২টা পর্যন্ত মধুপুর উপজেলার কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। তবে কেন্দ্র ফাঁকা থাকলেও ভোট উৎসবের আমেজ বিরাজ করছে ভোটকেন্দ্রের বাইরে।

পড়ুন: বৃষ্টির বাগড়া, ভোটার উপস্থিতি কম

ব্রাক্ষ্মণবা‌ড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা মমিনুল বলেন, দলীয় প্রতীক ছাড়া এই নির্বাচনে মানুষের মধ্যে উৎসব রয়েছে।

ভোটাররা জানান, বিগত যেকোনো সময়ের চে‌য়ে এবার ভিন্নভাবে নির্বাচন হচ্ছে। ভোটাররা বাঁধাহীনভা‌বে তাদের পছন্দের প্রার্থী‌দের ভোট দি‌তে পারছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে দুই উপজেলার কোনো প্রার্থী বা ভোটারের অভিযোগ পাওয়া যায়নি।

পড়ুন: ‘নাচোলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৫ শতাংশ’

ব্রাক্ষ্মণবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান আলী ব‌লেন, বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম। তারপরও ভোটাররা আসছেন। এছাড়া কেন্দ্রের বাইরে ভোট উৎসবের আমেজ বিরাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

পড়ুন:  ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

কাওছার/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়