ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কর্মস্থলে ফেরা যাত্রীদের টিকিট সংকট

জাকির হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ১৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কর্মস্থলে ফেরা যাত্রীদের টিকিট সংকট

মেহেরপুর সংবাদদাতা : নাড়ির টানে ফেরা বাড়ির মানুষ ঈদ শেষে কর্মসংস্থানে ফিরতে শুরু করেছে। যাত্রীর তুলনায় যানবাহন কম থাকায় দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের।

টিকিটের সন্ধানে বিভিন্ন কাউন্টারে কাউন্টারে ঘুরছেন অনেকেই। টিকিট না পেয়ে গন্তব্যস্থলে ঠিক সময়ে ফিরতে পারছেন না ছাত্র-ছাত্রীসহ কর্মজীবী মানুষেরা।

এমন সংকটে কোনোমতে আসন পেলেও বাড়তি টাকা গুনতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।

চট্টগ্রামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক আব্দুস সালাম বলেন, ‘আমি অন্য সময় এসি বাসে যাতায়াত করলে মেহেরপুর থেকে চট্টগ্রামের ভাড়া ১২০০ টাকা হলেও এখন ২০০০ টাকায় কিনতে হলো।’ 

আরেকজন নটরডেম কলেজের শিক্ষার্থী আমিররুল ইসলাম জানান, ‘ঈদের আগে থেকে ঢাকায় যাওয়ার টিকিট পাচ্ছিনা এদিকে আমার কলেজ চালু হয়ে গেছে।’

অন্যদিকে, আসন না পেয়ে ইঞ্জিন কভারে বসে ফিরতে হচ্ছে অনেককে।

এমন সংকটের কারণ জানতে গেলে শ্যামলী পরিবহনের মেহেরপুরের কাউন্টার মাস্টার জানান, যাত্রীদের চাপ বেশি কিন্তু পর্যাপ্ত গাড়ি নেই। অন্যান্য সময়ের তুলনায় ঈদের সময় এই চাপ বেশি হয় তাই এই সংকট। আগামী ২২ তারিখ পর্যন্ত টিকেট সংকট থাকবে বলে জানান তারা।

আর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম রসুলের সাথে বাড়তি ভাড়া সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কেউ যাতে বাড়তি ভাড়া নিতে না পারে আইন-শৃঙ্খলা বাহিনী ও বাস-মালিক সমিতির পক্ষ থেকে তদারকি করা হচ্ছে।’  

অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান বাস-মালিক সমিতির নেতারা।

 

রাইজিংবিডি/ মেহেরপুর /১৮ আগস্ট ২০১৯/ জাকির হোসেন /জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়