Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৯ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১৪ ১৪২৮ ||  ১৬ জিলহজ ১৪৪২

যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪১, ১৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

যশোরের নওয়াপাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই পথচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৬ টার সময় যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অভয়নগর উপজেলার জাফরপুর গ্রামের মৃত মোনতাজ আলী শেখের ছেলে গোলাম নবী (৮০) ও দত্তগাতী গ্রামের সেলিম হোসেনের স্ত্রী জোসনা বেগম (৫৫)।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ৬ টার সময় পৌরসভার রাজঘাট এলাকায় খুলনাগামী প্রিন্স পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১৪-৭৬৮৮) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের দুইজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিস ডিফেন্সের সদস্যরা নিহত দুই পথচারীকে বাসের নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সে সময় স্থানীয়রা বাসটিকে আটক করে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি নজরুল ইসলাম।


যশোর/রিটন/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়