ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুষ্টিয়ায় ৭টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় ৭টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের  অভিযানে ৫০০ গ্রাম ওজনের সাতটি স্বর্ণের বার উদ্ধার হয়েছে। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী যাত্রীবাহী এসবি পরিবহনে তল্লাশি চালিয়ে তাওয়াবুর রহমানকে (৪২) আটক করে বিজিবির টহল দল।

বিজিবির ৪৭ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মেহেরপুরগামী ওই বাসে এক ব্যক্তি ভারতে স্বর্ণ পাচার করতে যাচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বিজিবি সেক্টরের ২নং গেটের সামনে ওই পরিবহনে অভিযান চালিয়ে তাওয়াবুরকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তাওয়াবুর মেহেরপুরের শুভরাজপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে। স্বর্ণসহ তাকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


কুষ্টিয়া/কাঞ্চন কুমার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়