ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সুন্দরবনে অনুপ্রবেশ, ইউপি সদস্যসহ আটক ১৯

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুন্দরবনে অনুপ্রবেশ, ইউপি সদস্যসহ আটক ১৯

সুন্দরবনে অনুপ্রবেশের দায়ে ইউপি সদস্যসহ ১৯ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাদপাই রেঞ্জের ভদ্রা নদীর মোহনা থেকে মাছধরা ট্রলারসহ তাদের আট করে বনরক্ষীরা।

আটককৃতদের বাড়ি মোংলা উপজেলার চিলাগ্রামে। এদের মধ্যে ওই গ্রামের ইউপি সদস্য নজরুল ইসলাম রয়েছেন।

সুন্দরবন পূর্ব বিভাগের চাদঁপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহীন কবির বলেন, ‘ঘূর্নিঝড় বুলবুল ঝড়ের আগের রাতে বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে ১৯ জন বনে প্রবেশ করেন। মঙ্গলবার সকালে বনের ধানসিদ্ধির চর এলাকার ভদ্রা নদীর মোহনায় বন বিভাগের টহল চলাকালে ট্রলারটি চ্যালেঞ্জ করা হলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিয়ে মাছধরা ট্রলারসহ তাদের আটক করা হয়। ’

তিনি আরও বলেন, ‘সুন্দরবনে প্রবেশে তাদের কোনো পারমিট ছিল না। অবৈধ উদ্দেশ্যে তারা বনে প্রবেশ করেছিল। এঘটনায় বন আইনে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ’


টুটুল/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়