ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অবশেষে ময়লার স্তূপ সরানো হলো

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবশেষে ময়লার স্তূপ সরানো হলো

মৌলভীবাজারের জুড়ী উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ময়লা আবর্জনার স্তূপ অবশেষে সরানো হয়েছে।

রোববার সকালে স্থানীয় যুবকরা স্বেচ্ছাশ্রমে আবর্জনার স্তূপ পরিষ্কার করেন।

বিদ্যালয়ের আশপাশের দোকানিদের ও বাজারের ময়লা-আবর্জনা এই স্থানে ফেলার কারণে এমন স্তূপ হয়। দুর্গন্ধে দূষিত হচ্ছিল পরিবেশ। আবর্জনার স্তূপ সরানোর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি। অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। এরপর স্থানীয় কয়েকজন যুবক মিলে স্থানটি পরিষ্কার করে দেন।

স্থানীয় ব্যবসায়ী মর্তুজ আলী ও উপজেলা ছাত্রলীগ নেতা জহিরুল ইসলামের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার অভিযানে উপস্হিত ছিলেন মান্না আহমদ, মাছুম আহমদ, আব্দুর রাজ্জাক জুমন, সোহানুর রহমান, মামুন আহমদ প্রমূখ।

পরে তারা আবর্জনার স্তূপের স্থানে বিভিন্ন জাতের ফুলের চারা রোপণ করেন তারা। 


মৌলভীবাজার/সাইফুল্লাহ হাসান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়