ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কাভার্ডভ্যান ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২০, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাভার্ডভ্যান ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন যাত্রীবাহী ভ্যানের চালক।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের মোতালেব সরদারের ছেলে মুঞ্জুর সরদার (৫০) । অপর নিহতের (৪৫) পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত ভ্যান চালক হৃদয় সরদারকে (২২) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলাম জানান, গোপালগঞ্জ থেকে প্রাণ গ্রুপের একটি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-উ-১২-০৪৩৫) ঢাকা যাচ্ছিল। এসময় কাভার্ডভ্যানটি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় পৌঁছালে বিপরীতমুখী যাত্রীবাহী একটি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন এবং ভ্যান চালক গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ কাভার্ডভ্যানটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


গোপালগঞ্জ/ বাদল সাহা/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়