ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৭টি মোটর সাইকেলে ওরা সুন্দরবন যাচ্ছিল

সাতক্ষীরা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭টি মোটর সাইকেলে ওরা সুন্দরবন যাচ্ছিল

সাতক্ষীরার কালিগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার মিকসিমিল গ্রামের আবুল কালাম গাজীর ছেলে নোমান গাজী (২১), পার্শ্ববর্তী শাহাপুর গ্রামের মাওলা গাজীর ছেলে রাজন গাজী (২২), একই গ্রামের সাইফুল সরদারের ছেলে সাকিব সরদার (২২) ও আবজাল গাজীর ছেলে অপু গাজী (২০) ।

সোমবার সকাল ১০টায় কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাপুর মধুগ্রাম কলেজের অর্নাস ২য় বর্ষের ছাত্ররা একযোগে ৭টি মোটর সাইকেলে সুন্দরবন ভ্রমণে যাচ্ছিল। সেখানে দু’টি মোটর সাইকেল দুর্ঘটনাকবলিত হলে তাদের ভ্রমণের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়।

প্রথমে র‌্যাবের সদস্যরা তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেল বহরটি কালিগঞ্জ-শ্যামনগর সড়কের কাঁটাখালী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর কর্তব্যরত চিকিৎসক ডা. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


সাতক্ষীরা/শাহীন গোলদার/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়