ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাঁপাইনবাবগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ১৬ লাখ ৫০ হাজার টাকা দামের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ৯টার দিকে বিজিবি ব্যাটালিয়নের আজমতপুর বিওপির নায়েব সুবেদার আব্দুল বারিকের নেতৃত্বে টহল দল ১৮১ নম্বর সীমান্ত পিলার থেকে ৮০০ গজ ভেতরে মোল্লাটোলা এলাকায় ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে।

রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন‌্যান্ট কর্নেল মাহমুদুল হাসান কষ্টি পাথরের মূর্তি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেছেন, সীমান্তে সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

 

চাঁপাইনবাবগঞ্জ/মিমপা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়