ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অস্ত্র ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ২১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ত্র ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে রাজা (৪৩) নামের এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে তাকে এ সাজা দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব‌্যুনাল জজ-২ শওকত আলী আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন।

রাজা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০১২ সালের ৯ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাবের অভিযানে নিজ বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ গ্রেপ্তার হন রাজা। পরের দিন শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও র‌্যাব-৫ এর তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ২০১৩ সালের ৯ জানুয়ারি রাজাকে একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন।


চাঁপাইনবাবগঞ্জ/মিমপা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়