ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

২ কোটি টাকার স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২ কোটি টাকার স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২

যশোরের বেনাপোল সীমান্তের বড় আচড়া থেকে প্রায় সাড়ে তিন কেজি ওজনের ত্রিশটি সোনার বারসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করে বিজিবি।

শনিবার সকাল ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বড়আচঁড়া এলাকার মৃত আবদুর রাজ্জাকের ছেলে ইকবাল হোসেন এবং আজিজুর রহমানের ছেলে ওমর ফারুক।

জব্দ সোনার বাজার মূল্য দুই কোটি ১৬ লাখ ৮৭ হাজার ৬শ টাকা।

৪৯ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শনিবার সীমান্ত দিয়ে এক পাচারকারী চক্র সোনার বড় চালান ভারতে পাচার করবে। এর ভিত্তিতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়। সকাল ৯টার দিকে বড় আচড়ার ভাংগার মোড় রাস্তার ওপর চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা ৩০ স্বর্ণের বারসহ ইকবাল ও ফারুককে গ্রেপ্তার করে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

 

রিটন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়