ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নৃত্যে-গানে বরগুনা মহিলা কলেজে বসন্ত বরণ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ১৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নৃত্যে-গানে বরগুনা মহিলা কলেজে বসন্ত বরণ

‘আজিকে ভূবনে এত রঙ, এত রূপ, এত তার সাঁজ; হে পিতা শত বসন্তে তুমি আজ’- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে এমন স্লোগানে বরগুনা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয় বসন্ত বরণ। 

শুক্রবার দিনব্যাপী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বসন্ত বরণ উদযাপন করেন। খোপায় ফুল গুঁজে, হলুদ শাড়ি পরে কলেজের ছাত্রীরা অনুষ্ঠানে যোগ দেয়। অনুষ্ঠানের শুরুতে গানে গানে নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। এরপর কবিতাবৃত্তি ও একক গান পরিবেশনা। স্থানীয় শিল্পীদের বিশেষ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

বরগুনা সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ প্রতি বছর ফাল্গুনের প্রথম দিনে বসন্ত বরণ উদযাপন করে।

কলেজের বসন্ত বরণ আয়োজন কমিটির আহ্বায়ক খালেদা জান্নাতি বলেন, আবহমান বাংলার চিরায়াত সংস্কৃতি তুলে ধরতে এই উৎসবের আয়োজন করা হয়।


রুদ্র রুহান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়