ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হবিগঞ্জে ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবিগঞ্জে ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনের রেলের জমি থেকে দুই দিনে পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানা পুলিশ, ডিবি পুলিশ ও জিআরপি পুলিশের শতাধিক সদস্য ঘটনাস্থলে মোতায়েন ছিল।

বুধবারে এক বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান চালানো শুরু হলেও দ্বিতীয় দিনে আরো চারটি বুলডোজার আনা হয়।

এ অভিযানে শায়েস্তাগঞ্জ পৌর শহরের দাউদনগর বাজারস্থ পূর্ব কলোনি, রেলওয়ে পার্কিং, বটতলা, দিঘিরপাড়, লেবার কলোনি, বাল্লা গেট, দাউদনগর বাজার রেলওয়ে গেট, প্লাটফর্ম, রেলওয়ে হাসপাতাল এলাকার স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এরমধ্যে তিন শতাধিক বসত ঘর ও বাকিগুলো ছিল ব্যবসা এবং বিভিন্ন অফিস।

ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, শায়েস্তাগঞ্জে রেলওয়ের ৫০০ কোটি টাকার জায়গায় ১৭০০ অবৈধ স্থাপনা নির্মাণ করে স্থানীয় লোকজন দখল করে রেখেছে। এগুলো উদ্ধার করতে দুই দিন অভিযান চালানো হয়েছে। পরবর্তীতে অভিযান চালিয়ে বাকিগুলো উচ্ছেদ করা হবে।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার নজরুল ইসলামের নেতৃত্বে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও মো. শাহ আজিজ, শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন, শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আলমগীর হোসেন উপস্থিত থেকে উচ্ছেদ কার্যক্রম তদারকি করেন।


মামুন চৌধুরী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়