ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে বন বিভাগের কার্যক্রম

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৮, ১৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে বন বিভাগের কার্যক্রম

সিলেট বন বিভাগের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিসের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কার্যক্রম।

এছাড়া, ১৯৬৫ সালে প্রায় এক একর জমির উপর স্থাপিত এ অফিসে শুরু থেকে নেই সীমানা প্রাচীর। স্থাপিত হওয়ার পর সংস্কার না হওয়ায় এ ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এরমধ্যে অতি ঝুঁকিপূর্ণ হওয়ায় তিন ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অন‌্যগুলোর অবস্থাও করুণ।

এ অফিসের রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে বাহুবলের পুটিজুরী বনবিট ও শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি দেখভাল করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দায়িত্ব পালনের স্বার্থে রেঞ্জ কর্মকর্তাসহ চার স্টাফ জীবনের ঝুঁকি নিয়ে এ অফিসে দায়িত্ব পালন করছেন।

রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল খালিক বলেন, ‘এ অফিসের সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তার অভাব রয়েছে। ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোন সময় ভবন ভেঙ্গে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু আমরা তো চাকরি করতে এসেছি। কিছু করার নেই। ভবন ঝুঁকিপূর্ণ হলেও দায়িত্ব তো পালন করতে হবে। সীমানা প্রাচীর ও ভবনগুলো সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। আশা করা হচ্ছে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ হবে।’

 

মামুন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়