ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অটোরিকশা থেকে শিশুটিকে ছুড়ে ফেলা হয়, পরে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অটোরিকশা থেকে শিশুটিকে ছুড়ে ফেলা হয়, পরে উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশা থেকে এক শিশুকে কবরস্থানে ছুড়ে ফেলে দেয়া হয়।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় ছুড়ে ফেলে দেয়া সাত মাস বয়সী শিশুকে সোমবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার বিজয় বসাক জানান, দুপুরে চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার নিরাপত্তার দায়িত্বে ছিলেন খুলশী থানার এএসআই হিরণ মিয়া। তিনি দেখতে পান কে বা কারা একটি চলন্ত অটোরিকশা থেকে কিছু একা কবরস্থানে নিক্ষেপ করেন। তিনি কৌতূহলবশত সেখানে গিয়ে দেখতে পান- ৬/৭ মাস বয়সী এক শিশু কাঁদছে। পরে শিশুটি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

শিশুটিকে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অটোরিকশা শনাক্তের চেষ্টা চলছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি অপুষ্টি এবং পানিশূন্যতায় ভুগছে। চিকিৎসা শুরুর পর থেকে তার অবস্থা উন্নতির দিকে।


চট্টগ্রাম/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়