ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চাঁপাই’র আমবাগানে র‌্যাব অভিযান, অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৫, ২০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাঁপাই’র আমবাগানে র‌্যাব অভিযান, অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আমবাগান থেকে অস্ত্র ব্যবসায়ী রহমতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৫ রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন টিম বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের পূর্বপাশের পুকুর সংলগ্ন পিরোজপুর গ্রামের আমবাগানের ভেতরে অভিযান চালিয়ে রহমতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম এনামুল করিম।

এসময় তার কাছে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলিও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত রহমত চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চর ধরমপুর গ্রামের মো. সাদিকুল ইসলামের ছেলে।

মিডিয়াকে দেয়া বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য রহমত পিরোজপুর গ্রামে অবস্থান করছে। খবর পাবার র‌্যাব টিম দ্রুত ওই এলাকায় অভিযান চালায়। এসময় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার হয় রহমত।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব।



জাহিদ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়