ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দুই জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ, পরে মুক্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ, পরে মুক্ত

ফাইল ফটো

সিলেটের জকিগঞ্জ সীমান্তে কুশিয়ারা নদী থেকে দুই জেলে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের ছবড়িয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়। পরে বিজিবির তৎপরতায় প্রায় তিন ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে তাদের ছেড়ে দেয়।

এই দুই জেলে হলেন- জকিগঞ্জ সদর ইউনিয়নের ছবড়িয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে হোসাইন আহমদ (৩২) ও একই গ্রামের বাবুল উদ্দিনের ছেলে রেদওয়ান আহমদ (২০)। তারা কুশিয়ারা নদীর মধ্যে শূন্য সীমান্তরেখায় নৌকা দিয়ে মাছ ধরছিলেন। তখন বিএসএফ নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানায়।

৪১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের জেলেরা ভারতের জলসীমায় গিয়ে মাছ শিকার করেছিলেন বলে তিনি শুনেছেন। এ কারণে তাদের বিএসএফ ধরে নিয়ে যায়। পরে বিএসএফের কোম্পানি পর্যায়ে কথা বলে তাদের মুক্ত করে  আনা হয়।

তিনি বলেন, সীমান্ত পরিদর্শনে গেলে তিনি এলাকাবাসী ও জেলেদের সীমান্ত অতিক্রম না করার জন্য সতর্ক করে দেন। এরপরও অনেক জেলে নদীর শূন্যরেখা না বুঝে অতিক্রম করে ফেলেন।

জেলেরা মাছ শিকারে গেলে যাতে শূন্যরেখা অতিক্রম না করে, সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

 

সিলেট/নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়