ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিজিবি-বিএসএফের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন

যশোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজিবি-বিএসএফের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন

যশোরে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে চার দিনব্যাপী সীমান্ত সমন্বয় সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার যশোর শহরের হোটেল জাবের ইন্টারন্যাশনালে এ সম্মেলনের উদ্বোধনী বৈঠক হয়।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সাংবাদ সম্মেলন করে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা।

সীমান্ত সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি যশোর ও রংপুর রিজিয়ন কমান্ডার জালাল গণি খান এনডিসি, পিএসসি। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল ও গোহাটি ফ্রন্টিয়ারের আইজি শ্রী যোগেশ বাহাদুর খুরানিয়া আইপিএস।

সংবাদ সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা শুন‌্যের কোঠায় নামিয়ে আনা নিয়ে বিস্তারিত আলোচনা ও সীমান্তে চোরাচালানরোধে যৌথ টহলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।


রিটন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়