ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কক্সবাজার সৈকতে ৩ পর্যটককে ছুরিকাঘাত

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩৬, ১৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 কক্সবাজার সৈকতে ৩ পর্যটককে ছুরিকাঘাত

কক্সবাজার সমুদ্র সৈকতে সংঘবদ্ধ ছিনতাইকারিরা ৩ জন পর্যটককে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে ।

 আহত ৩ জন এখন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার দিবাগত রাতে সৈকতে শৈবাল পয়েন্টের ঝাউবিথীতে এ ঘটনা ঘটে।

আহত পর্যটকরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম শেখ (২৫), ঢাকার মিরপুরের পল্লবী এলাকার গার্মেন্টস ব্যবসায়ী সালাউদ্দিন রাজ্জাক (৩১) ও মোশাররফ হোসেন জনি (৩২)। তাদের মধ্যে নাঈম শেখের অবস্থা গুরুতর।

আহত সালাউদ্দিন রাজ্জাক জানান, রাতে রেস্তোরা থেকে খাবার খেয়ে তারা ৩ জন সমুদ্র উপভোগের জন্য বের হয়ে ঝাউবিথীতে হাঁটতে শুরু করেন। হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে ৭-৮ জনের একটি দল এসে ঘিরে ফেলে। এক পর্যায়ে ছুরি দেখিয়ে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও ৩টি মোবাইল ছিনিয়ে নেয়। এরপর ধস্তাধস্তি ও চিৎকার শুরু করলে ছিনতাইকারির দল ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

সৈকতের লাইফ গার্ড কর্মী মোহাম্মদ সরওয়ার হোসেন বলেন, ‘চিৎকার শুনে আমি এবং বিচ কর্মী খোরশেদ আলম এগিয়ে যাই। দেখি রক্তাক্ত অবস্থায় ৩ জন পর্যটক পড়ে আছেন। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। এরপর পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিই।’

ঘটনার পরপর সদর হাসপাতালে আসেন কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার মাসুম খান। তিনি বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনার সাথে যারাই জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

 

রুবেল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ