ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লোহাগড়া থানার ওসিকে তাৎক্ষণিক বদলি

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫০, ২২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লোহাগড়া থানার ওসিকে তাৎক্ষণিক বদলি

নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেলে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

অব্যাহতির বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, প্রশাসনিক কাজে অবহেলার কারণে লোহাগড়া থানার ওসি আলমগীর হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন গত বছরের (২০১৯) ২৩ নভেম্বর লোহাগড়া থানায় ওসি হিসেবে যোগদান করেন। তার বিরুদ্ধে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে।

এদিকে, আলমগীর হোসেনের বদলির খবরে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা লক্ষীপাশা এলাকায় আনন্দ প্রকাশ করে মিষ্টিমুখ করেন।

এর আগে, ২০১৯ সালের ১১ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে লোহাগড়া থানার তৎকালীন ওসি মোকাররম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাৎক্ষণিক স্টেশন ত্যাগ করতে বলা হয়।

কর্মস্থলে যোগদানের পাঁচমাসের মধ্যে মোকাররম হোসেনকে তাৎক্ষণিক বদলি করে আলমগীর হোসেনকে লোহাগড়া থানার ওসি করা হয়। এদিকে আলমগীর হোসেনকে চার মাসের মধ্যে তাৎক্ষণিক বদলি করা হলো।

 

ফরহাদ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়