ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ২৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ

করোনা মোকাবেলায় দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

লঞ্চঘাট, ফেরিঘাট ও স্পিডবোট ঘাট থেকে নতুন কোনো যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে না।

ঙ্গলবার (২৪ মার্চ) দুপুর থেকে যাত্রীবাহী নৌযান বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম খান।

ইউএনও মো. কাবিরুল ইসলাম খান জানান, মুন্সীগঞ্জের শিমুলিয়া -কাঠালবাড়ী নৌরুটে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘাট এলাকায় সকাল থেকে ঈদের মতো যাত্রীদের চাপ ছিল। এখনো ঢাকা থেকে অনেকেই শিমুলিয়া ঘাটে আসছেন, তাদের পার করা হবে কী-না সে বিষয়ে ঘাট কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবেন।

সাধারণ যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে জরুরি প্রয়োজনে পণ্যবাহী গাড়ী, অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারবে।


রতন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ