ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিলেটে যুক্তরাজ্য প্রবাসী কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে যুক্তরাজ্য প্রবাসী কোয়ারেন্টাইনে

সিলেটে ষাটোর্ধ্ব যুক্তরাজ্য প্রবাসীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তিনি বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ বিমানে আরো ৩০ যাত্রী সিলেট আসেন।

তবে বিমানবন্দরে ইমিগ্রেশনে থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষার পর তার শরীরে তাপমাত্রা বেশি হওয়ায় সেখান থেকে সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়। এছাড়া, ওই প্রবাসীর স্ত্রীসহ অন্য যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আনিসুর রহমান বলেন, ‘সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে নতুন করে যুক্ত হয়েছেন ১৩৭ জন। নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার কারণে ছাড়া পেয়েছেন ২০০ জন।’

বাংলাদেশ বিমানের সিলেট জেলার ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার বলেন, ‘বিমানের সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গেলেও কেবল লন্ডন ও ম্যানচেষ্টার ফ্লাইট চালু রয়েছে। তবে বিমানের ফ্লাইট কেবল ঢাকায় অবতরণ করছে। এরপর সেখানে যাত্রীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ছোট বিমানে করে যাত্রীদের সিলেট আনা হচ্ছে।’


সিলেট/নোমান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়