ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনা প্রতিরোধে হিলিতে জীবাণুনাশক স্প্রে

হিলি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১২, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা প্রতিরোধে হিলিতে জীবাণুনাশক স্প্রে

করোনাভাইরাসের বিস্তার রোধে দিনাজপুরের হিলিতে বিভিন্ন  স্থানে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে পৌরসভা চত্বর থেকে এই কার্যক্রম শুরু করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর, কাঁচাবাজার, শহরের রাস্তা-ঘাটসহ বিভিন্ন  গুরুত্বপূর্ণ স্থানে জীবণুনাশক স্প্রে করা হয়।

হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘যেহেতু হিলি একটি সীমান্তবর্তী এলাকা তাই এর গুরুত্ব বিবেচনা করে ও এই উপজেলার মানুষকে নিরাপদ রাখতে করোনাভাইরাস বিস্তার রোধে বিভিন্ন উদ্দ্যেগ গ্রহণ করা হয়েছে। আজ সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পিপিই পোশাক পরিধান করে পৌর স্বাস্থ্যকর্মীরা জীবণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে।’

যেখানে লোকসমাগম ঘটবে যেমন হাসপাতাল, উপজেলা পরিষদ, পৌর কার্যালয়, কাচাঁবাজার ও সড়কে জীবাণুনাশক স্প্রে করা হবে বলে তিনি জানান।

 

হিলি/মোসলেম/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়