ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

থানায় আসামির মৃত্যু, আমতলীর ওসি প্রত্যাহার 

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
থানায় আসামির মৃত্যু, আমতলীর ওসি প্রত্যাহার 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার

বরগুনার আমতলী থানা হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশারকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে তাকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বরগুনা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, আসামি মৃত্যুর ঘটনায় পুলিশ হেডকোয়ার্টারের এক আদেশে বরিশালের ডিআইজি মো. শফিকুল ইসলাম (পিপিএম) এর নির্দেশে বরগুনা পুলিশ সুপার মো. মারুফ হোসেন (পিপিএম) স্বাক্ষরিত এক আদেশে আমতলী থানার পরিদর্শক মো. আবুল বাশারকে প্রত্যাহার করা হয়।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. তোফায়েল আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই ঘটনায় বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী ও ডিউটি অফিসার এএসআই আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোরঞ্জন মিস্ত্রির কক্ষ থেকে ইব্রাহীম হত্যা মামলার সন্দেহভাজন আসামি শানু হাওলাদারের (৫০) মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের দাবি, শানু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবারের দাবি, পুলিশের দাবিকৃত তিন লাখ টাকা না দেওয়ায় পুলিশি নিযার্তনে শানুর মৃত্যু হয়। পরে আত্মহত্যা বলে চালিয়ে দিতে শানুকে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. তোফায়েল হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে পুলিশ।

আরও পড়ুন >



রুদ্র রুহান/সনি/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়