ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বরিশালে করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৬, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর মৃত্যু

বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মুত্যু হয়েছে।

সোমবার (২৯ মার্চ) সকাল ৭টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের নার্সিং ইনচার্জ মো. মেহেদী হাসান।

মৃত ব্যক্তির বয়স ৪০ বছর। তিনি পটুয়াখালীর সদর উপজেলার বহালগাছিয়া গ্রামের বাসিন্দা ছিলেন ও গ্রামীণ ব্যাংকের চাকরি করতেন।

মো. মেহেদী হাসান জানান, শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে জ্বর, সর্দি, কাশি ও বুকের ব্যাথা নিয়ে ভর্তি হন রোগীটি। এরপর সোমবার সকাল ৭টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, যদিও আমাদের এখনে করোনা ভাইরাস শনাক্তকরণ কোন কিট নেই। তবুও রোগীর  রোগের ধরন থেকে সন্দেহ হচ্ছে যে, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার দিক নিদেশনা অনুযায়ী লাশের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে।

 

বরিশাল/স্বপন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়