ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০২, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাঁপাইনবাবগঞ্জে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে পুলিশ

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর প্রাদুর্ভাব ঠেকাতে ইতোমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করে জনগণকে বাড়িতে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। দেশের মানুষ কার্যত ঘরে বন্দি।

এই বন্দিদশার কারণে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে দিন এনে দিন খাওয়া হতদরিদ্র মানুষ। এসব মানুষের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এ সকল মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশ। তারা গরিব অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, পেঁয়াজ, তেল বিতরণ করছে।

থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, রোববার শিবগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সরকারের দেওয়া এ সব সহায়তা তুলে দেন ওসি শামসুল আলম শাহ। এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস মোকাবেলায় শিবগঞ্জ পুলিশ পুরো শক্তি নিয়ে মাঠে কাজ করছে বলে জানান তিনি। অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

সবাইকে গরিব-অসহায় পরিবারগুলোর পাশে থাকার আহ্বান জানিয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ। 

 

মিমপা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়