ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সবজি নিয়ে অসহায় মানুষের পাশে পাবনার চাষিরা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবজি নিয়ে অসহায় মানুষের পাশে পাবনার চাষিরা

দ্ররিদ্র মানুষদের মাঝে সবজি বিতরণ করছেন চাষীরা।

করোনাভাইরাস পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে বিনামূল্যে সবজি বিতরণের উদ্যোগ নিয়েছেন পাবনা জেলা কৃষক সোসাইটির চাষিরা।

বুধবার (১ এপ্রিল) দুপুরে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদের হাতে ৬০০ ব্যাগ সবজি তুলে দেন তারা।

কৃষক সোসাইটির সভাপতি আবুল হাশেম জানান, বাজারে চাহিদা কমে যাওয়ায় পাবনা থেকে সবজি সরবরাহ কমে গেছে। উদ্বৃত্ত সবজি সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করে কৃষকরা এই দুর্যোগ মোকাবিলায় শামিল হতে চান।

দুই দিন পর পর ছয়শ’ প্যাকেট করে সবজি জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কৃষকদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে জেলা প্রশাসন। প্রতি প্যাকেটে ফুলকপি, পেঁয়াজ, কাঁচা মরিচ, গাজরসহ যে পরিমাণ সবজি তারা দিয়েছেন, তাতে একটি পরিবার অন্তত দুই দিন খেতে পারবে।

তিনি বলেন, ‘আমরা টিসিবি পণ্যের সাথে এই সবজিগুলোও বিনামূল্যে বিতরণ শুরু করেছি।’


শাহীন রহমান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়