ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টিসিবির পণ্য মজুদ করায় ৩ ডিলারকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৭, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টিসিবির পণ্য মজুদ করায় ৩ ডিলারকে জরিমানা

ঝালকাঠিতে টিসিবির মাল কালোবাজারে বিক্রি করার উদ্দেশ্যে মজুদ করায় তিন ডিলারকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সেই সঙ্গে এক ব্যবসায়ীর ডিলারশিপ বাতিলের সুপারিশ করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ আবুল হাসান।

বুধবার (১ এপ্রিল) রাতে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবীর হোসাইন ও আহমেদ আবুল হাসান দিনব্যাপী অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেন বলে নিশ্চিত করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবীর হোসাইন ও আহমেদ আবুল হাসান জানান, যথাসময়ে টিসিবির পণ্য বিক্রি না করে মজুদ করে কালো বাজারে বিক্রি করার জন্য মজুদ করায় রুবেল ট্রেডার্সকে ৫ হাজার টাকা, মনোজ ট্রেডার্সকে ২০ হাজার টাকা ও সুমন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেশি পরিমাণে মাল মজুদ করায় রুবেল ট্রেডার্সের ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হয়েছে হয়েছে।

 

অলোক/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়