ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনা আক্রান্ত সন্দেহে নারীকে এলাকাছাড়া

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা আক্রান্ত সন্দেহে নারীকে এলাকাছাড়া

করোনা আতঙ্কের মধ্যেই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসার জন্য সাভারে বাবার বাড়িতে এসেছিলেন এক নারী। এ খবর পেয়ে পৌর এলাকার স্থানীয়রা স্বামীসহ ওই নারীকে এলাকাছাড়া করেছেন।

নারীর বাবা বলেন, গাজীপুরে স্বামীর বাড়িতে থাকা অবস্থায় গত একমাস ধরেই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল আমার মেয়ে। পরে সেখানে চিকিৎসা করেও ভালো না হওয়ায় গতকাল বুধবার (১ এপ্রিল) সাভার আমার বাড়ি আসেন ভালো চিকিৎসার জন্য। কিন্তু বাড়ি আসার কয়েক ঘণ্টার মধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এ খবর। পরে স্থানীয় একদল তরুণ আমার মেয়েজামাই ও মেয়েকে বাড়ি ছাড়তে বাধ্য করেন।’

এ নিয়ে ওই নারীর বাবা আক্ষেপ করে বলেন, ‘জ্বর–শ্বাসকষ্টে আক্রান্ত শুনে আমার মেয়েটার সঙ্গে যা করা হলো, তা অমানবিক। এটা মেনে নেওয়া যায় না। পরিবেশ-পরিস্থিতির কারণে নীরবে সব সহ্য করলাম।’

তাদের এক প্রতিবেশী বলেন, মেয়েটির জ্বর ও শ্বাসকষ্টের কথা শুনেছি। তবে তার করোনাভাইরাস হয়েছে কিনা, তা নিশ্চিত নই। তবে এই উপসর্গ শুনে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তাই স্থানীয় তরুণরা ওই দম্পতিকে এলাকা থেকে বের করে দেন।

এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, ‘এমন অবস্থায় বাবার বাড়িতে আসা উচিৎ হয়নি তার। তবে এসে থাকলেও তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রেখে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা উচিৎ ছিল। তাকে এলাকাছাড়া করা উচিৎ হয়নি। আর ওই তরুণী যদি করোনা আক্রান্ত হয়ে থাকে, তাহলে অন্যদেরও সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে।’


সাব্বির/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়