ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

না.গঞ্জে দলে দলে শ্রমিকদের কাজে যোগদান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
না.গঞ্জে দলে দলে শ্রমিকদের কাজে যোগদান

বিসিক শিল্পনগরীসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থিত রপ্তানীমুখী বহু পোশাক কারখানা খোলা থাকায় শ্রমিকরা দলে দলে সড়কে ভিড় করে কাজে যোগ দিয়েছেন।

রোববার সকালে বিসিক শিল্পনগরীতে গিয়ে দেখা গেছে শ্রমিকরা কাজে যোগ দিতে আসছেন।

শ্রমিকরা জানান, কারখানা খোলা থাকায় তারা কাজে যোগ দিতে এসেছেন। বহু কারখানা খোলা রাখা হয়েছে। যে সব কারখানায় ক্রয়াদেশ নেই, সেগুলো বন্ধ রয়েছে। 

পোশাক কারখানার মালিকরা জানিয়েছেন, যেসব প্রতিষ্ঠানে কাজের অর্ডার আছে, তারা খোলা রেখেছেন। শ্রমিকদের নিরাপত্তার বিষয় বিবেচনায় রেখে কারখানা খোলা রাখা হয়েছে।

কয়েকজন শ্রমিক জানান, শুধু গত মাসের বেতন পাওয়ার জন্য তারা গ্রাম থেকে কাজে এসেছেন। না হলে আরো পরে আসতেন।

নারায়ণগঞ্জে সহস্রাধিক পোশাক কারখানা রয়েছে। সেখানে ৭/৮ লাখ শ্রমিক কাজ করে।

এ ব্যাপারে বিকেএমইএ’র একজন পরিচালকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।




রাকিব/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়